পিএনএস ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাবেক লীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে জাকির হোসেন ও এরশাদ মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন মেরুর চর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে এবং এরশাদ মিয়া একই গ্রামের আ. ছালামের ছেলে।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, একটি নাশকতার মামলায় মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এরশাদ হোসেনকে জব্বারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। একই রাতে জাকির হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ওই দুইজনকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
নাশকাতার মামলায় বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২
23-01-2025 03:53PM