পিএনএস ডেস্ক: কক্সবাজারের টেকনাফে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (২১ জানুয়ারি) র্যাবের সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারি ভোরে উপজেলার হ্নীলা উলুচামরী এলাকায় একটি মাদক দল বিরোধী অভিযানে একটি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার ইউনুস (৩০) ঐ এলাকার রুস্তম আলীর ছেলে। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এসএস
টেকনাফে অস্ত্রসহ কারবারি গ্রেফতার
21-01-2025 05:04PM