পিএনএস ডেস্ক: রাজধানী ঢাকার অদুরে তুরাগপাড়ের বিশ্ব ইজতেমায় দুই দিনে চার মুসল্লি মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে এক মুসল্লির মৃত্যু হয়।
তাবলীগ জামায়াতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে খিত্তায় অসুস্থ হয়ে রমিজ আলী (৬০) নামে একজন মৃত্যুবরণ করেন। তিনি হবিগঞ্জ সদরের রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার মৃত দোস্ত মোহাম্মদের ছেলে।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) তিনজনের মৃত্যু হয়। এদিন সকাল সাড়ে দশটায় খুলনার আব্দুল কুদ্দুস গাজী নামে এক মুসল্লি মৃত্যুবরণ করেন। দুপুরের দিকে শেরপুর ৪৬ নং খিত্তায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ছাবেদ আলী নামে আরেক মুসল্লি।
এছাড়া শুক্রবার দিনগত রাতে ইয়াকুব আলী (৬০) নামে এক মুসল্লি মৃত্যুবরণ করেন। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নওয়াব উল্লার ছেলে। ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
ইজতেমায় দুই দিনে ৪ জনের মৃত্যু
01-02-2025 10:23PM