সোনারগাঁয়ে মোটরসাইকেল আরোহী নিহত

  02-02-2025 11:59PM

পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গাজীপুর টু মদনপুর সড়কের এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর টু মদনপুর হাইওয়ে সড়কের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাভার্ডভ্যান চালক বরিশাল জেলার বেতাগী থানার বুড়া মজুমদার এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. আলমগীর হোসেন (৪২)।

পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি নারায়ণগঞ্জ থেকে সুতা বোঝাই করে মাধবদীর উদ্দেশ্যে রওনা হয়। কাভার্ডভ্যানটি নয়াপুর এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক কাজী আনোয়ার হোসেন এবং তার ছেলে কাজী আরাফ গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে প্রেরণ করা হলে কাজী আনোয়ার রাস্তায় মৃত্যুবরণ করেন। কাজী আনোয়ারের ছেলে কাজী আরাফ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানা যায়। চালকসহ গাড়িটি জব্দ করে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়।

নিহত কাজী আনোয়ার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকার মৃত কাজী মহিউদ্দিনের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ‘গাড়িসহ চালককে পুলিশ আটক করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন