বগুড়ায় জুতার সূত্র ধরে লুণ্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেপ্তার

  03-02-2025 12:16AM

পিএনএস ডেস্ক: বগুড়া সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দর মোড় এলাকায় ডাকাতির সময় ফেলে যাওয়া এক জোড়া জুতার সূত্র ধরে সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) ভোরে বগুড়া সদর থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানায় সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এসব তথ্য জানান। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার সাতজন আন্তজেলা ডাকাত দলের সদস্য। অভিযানের সময় লুণ্ঠিত মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার সাতজন হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার মো. সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট এলাকার মো. মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচণ্ডি এলাকার মো. মুকুল ইসলাম পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের মো. রাকিব শেখ (২০), মো. শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের মো. আল-আমিন (১৯) ও সোনাতলা উপজেলার শিহিপুর বটতলার মো. লাদেন (২২)।

পুলিশ জানায়, অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বোল্ট, একটি এসএস পাইপ, একটি লোহার তৈরি শাবল, একটি বার্মিজ চাকু, এক জোড়া জুতা ও একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া লুণ্ঠিত হওয়া চার আনা ওজনের সোনার একটি কানের দুল, ছয় আনা ওজনের সোনার একটি চেইন, চার আনা ওজনের সোনার অপর একটি কানের দুল, আট আনা ওজনের সোনার অপর একটি চেইন, ছয় আনা ওজনের সোনার একটি ব্রেসলেট, দেড় আনা ওজনের সোনার দুটি আংটি ও নগদ সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গত ২৮ জানুয়ারি বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ওই বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাত দল মালামাল ও নগদ ৫০ হাজার টাকা লুট করেন। ভুক্তভোগীরা চিৎকার শুরু করলে ডাকাতেরা ভয়ে পালিয়ে যান। এ সময় ডাকাতেরা এক জোড়া জুতা (কেডস) ও একটি কাপড়ের ব্যাগ ফেলে রেখে যান। ফেলে যাওয়া জুতাজোড়া ও কাপড়ের ব্যাগের সূত্র ধরে ঘটনার পর থেকে সদর থানা-পুলিশ ছায়া তদন্ত শুরু করে। পুলিশের একাধিক দল ডাকাতদের শনাক্ত করে রোববার ভোরে বিভিন্ন স্থান থেকে সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় বাড়ির মালিক কামাল হোসেন বাদী হয়ে সদর থানায় ডাকাতির মামলা করেন। সেই মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সংবাদ সম্মেলনে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন, তদন্ত পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন