পিএনএস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে মো. তানজিম মিয়া (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানজিম মিয়া ওই গ্রামের প্রবাসী মো. আবু তাহেরের ছেলে। তার মা তাছলিমা আক্তার। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল মেঝো।
পরিবার সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি সকাল ১০টার পর থেকে তানজিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশ ও আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করেন। কিন্তু কোনো খোঁজ মেলেনি। পরে নিখোঁজের ঘটনায় তানজিমের চাচাতো ভাই রমজান মিয়া শনিবার কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রোববার দুপুরে গ্রামের কয়েকজন লোক বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন। মুহূর্তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, ‘শিশুটির নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছিল। রোববার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পিএনএস/রাশেদুল আলম
কসবার পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
03-02-2025 02:21AM