রমজান মাসে মাছের ঘাটতি নেই: মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক

  01-03-2025 03:00AM

পিএনএস ডেস্ক: মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বলেছেন, রমজান মাসে মাছের ঘাটতি হবে এমনটা আমরা আশঙ্কা করি না। কেননা, প্রতিবছরই আমাদের রমজান মাসে মাছের সরবরাহ বেশি হয়। বাজারে বেশি চাহিদা থাকে মনে করে অনেক চাষি রয়েছেন যারা রমজান মাসকে কেন্দ্র করেই পুকুরে মাছ ধরেন। ফলে রমজান মাসে মাছের সরবরাহ কম হওয়ার আশঙ্কা নেই।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া বাজারে মৎস্য কল্যাণ সমিতির ‘মৎস্য চাষি সম্মেলন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে মাছের যে দাম রয়েছে। রমজান মাসেও ঠিক এরকমটাই থাকবে। এর বেশি বাড়বে না বলে প্রত্যাশা করি। বাজার মনিটরিং এর জন্য ঢাকা মহানগরে ৮টি কমিটি গঠন করা হয়েছে। যাতে কৃত্রিম সংকটে মাছের বাজার বৃদ্ধি না পায়। জেলা শহরগুলোতে ও জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা বাজার মনিটরিং করবে।

এর আগে বিকেল থেকেই মৎস্য চাষি সম্মেলন উপলক্ষ্যে নাটোরসহ আশেপাশের জেলার মৎস্য চাষিরা সম্মেলন স্থলে আসেন৷ আগত মৎস্যচাষিরা এই অঞ্চলে মাছ চাষ করতে গিয়ে তাদের নানামুখী সমস্যার কথা মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাটোরের স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা আব্দুল ওয়াহিদ মণ্ডল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম নাটোর জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য কল্যাণ সমিতির সভাপতি মো.আব্দুস সালাম মিয়া প্রমুখ।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন