পিএনএস ডেস্ক: পটুয়াখালীর আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ফায়ার অন কাফি’স হাউস’ নামে একটি মেসেঞ্জার গ্রুপ খুলে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে পটুয়াখালী জেলা পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনার আমতলী সদর উপজেলার সেকান্দাখালী গ্রামের মো. নসা হাওলাদারের ছেলে মো. শাহাদাত হাওলাদার (২২) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মো. হিরন মোল্লার ছেলে মো. মাহফুজ মোল্লা (২১)।
বিস্তারিত আসছে...
এসএস
কাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
10-03-2025 05:53PM
