
দুই যমজ বোনের এক প্রেমিক!
পিএনএস ডেস্ক : অস্ট্রেলিয়ার পার্থের অধিবাসী দুই যমজ বোন অ্যানা ডেসিঙ্ক এবং লুসি ডেসিঙ্ক। ২০১২ সাল থেকে এই দুই বোন বেন বায়ার্নের একই সঙ্গে প্রেম করছেন। ছয় বছর প্রেম করার এখন তারা বেনকে বিয়ে করতে চান। তবে এই দুই বোনের ইচ্ছায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে দেশটির আইন। কারণ ১৯৬১ সালের বিবাহ আইন অনুসারে বহুবিবাহের অনুমোদন নেই অস্ট্রেলিয়ায়।৩৩ বছর বয়সী অ্যানা ডেসিঙ্ক এবং লুসি ডেসিঙ্ককে বিশ্বের সবচেয়ে ‘অভিন্ন যমজ’ হিসেবে ধরা হয়। অস্ট্রেলিয়ান টিভি শো-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে অ্যানা এবং লুসি ডেসিঙ্ক বলেন,...বিস্তারিত