
ঝরা পাতা
পিএনএস : (মোহাম্মদ হানিফ, দক্ষিণ কোরিয়া থেকে) : প্রকৃতির দরজায় কড়া নাড়ছে শীত। চারদিকে পাহাড়ে ঘেরা সবুজ গাছপালার প্রকৃতির বাহার। এসময়ে প্রকৃতিও যেন তার আপন রং বদলায়। গাছের পাতাগুলো কেমন যেন রং পাল্টাতে শুরু করেছে, সবুজ থেকে হলুদ বর্ণ, সবশেষ লালচে বর্ণের। বিবর্ণ পাতাগুলো আস্তে আস্তে ঝরতে শুরু করে। একটা সময়ে পাতাগুলো সব ঝরে পড়ে আর শূন্য ডালপালা নিয়ে দাঁড়িয়ে থাকে শুধু গাছের গুঁড়িটি। বলছিলাম চার ঋতুতে বৈচিত্র্যময় দেশ দক্ষিণ কোরিয়ার কথা। কোরিয়ান ভাষাতে, 봄(বোম) বসন্ত, 여름(ইওরূম)গ্রীষ্ম, 가을(খাঊল)শরৎ ও...বিস্তারিত