রাশিয়া থেকে ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত

  18-02-2019 07:09PM

পিএনএস ডেস্ক : রাশিয়া থেকে প্রতি টন ২৯৪ দশমিক ৯৫ ডলার দরে মোট ১২৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল এ গম বাংলাদেশ সরকারকে সরবরাহ করবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম জানান, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে রাশিয়া থেকে ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এটার দাম ধরা হয়েছে ১২৩ কোটি ৮৭ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ২৯৪ দমমিক ৯৫ ডলার। সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল এ গম সরবরাহের কাজ পেয়েছে।

নাসিমা বেগম আরও জানান, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ২৫ হাজার টন ইউরিয়া কিনতে ব্যয় হবে ৭০ কোটি ৫৬ লাখ টাকা। প্রতি টন পড়বে ৩৩৬ দশমিক ২১ মার্কিন ডলার। এ সার আমদানির কাজ পেয়েছে বাংলাদেশে মেসার্স পোটন ট্রেডার্স।

তিনি আরও জানান, মোংলা বন্দর দিয়ে আরও ২৫ লাখ টন ইউরিয়া আমদানি করা হবে। এতে লাগবে ৭০ কোটি ৭৭ লাখ টাকা। এ সার আনারও দরপত্র পেয়েছে পোটন ট্রেডার্স। এখানে প্রতি টন সার আমদানিতে খরচ হবে ৩৩৭ দশমিক ২১ ডলার।

অতিরিক্ত সচিব আরও জানান, সরকারের বিভিন্ন দফতরে ইন্টারনেট সেবা দিতে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯৩ কোটি ৪৫ লাখ টাকা বকেয়া পরিশোধ সংক্রান্ত প্রস্তাবও কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

ক্রয় কমিটি আজিমপুর সরকারি কলোনিতে দুটি ২০তলা বিশিষ্ট ভবন নির্মাণের দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৯৫ কোটি ৬৯ লাখ টাকা। জিকেবি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড এ ভবন নির্মাণের কাজ পেয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন