কমল সোনার দাম

  19-03-2020 04:01PM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

বৃহস্পতিবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৬০ হাজার ৩৬১ টাকা।

দাম বৃদ্ধির এক মাসের মাথায় বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য হ্রাসের এই ঘোষণা দেয়া হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫৯ হাজার ১৯৫ টাকা থেকে কমে ৫৮ হাজার ২৮ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম ৫৪ হাজার ১৭৯ টাকা থেকে কমে ৫৩ হাজার ১৩ টাকা হয়েছে।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়, যা এতদিন ৪১ হাজার ৪০৭ টাকা ছিল।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিশ্ববাজারে সোনার দাম হ্রাস পাওয়ায় বাংলাদেশেও দাম কমানো হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন