আন্তঃবিশ্ববিদ্যালয় ওয়াটারপোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

  04-05-2018 09:05PM

পিএনএস, রাবি প্রতিনিধি : আন্তঃবিশ্ববিদ্যালয় ওয়াটারপোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় শুক্রবার বিকেলে ঢাবির সুইমিং পুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৫-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

এছাড়া সাঁতারে ৩য় স্থান অর্জন করেছে রাবি। চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১২টি স্বর্ণপদকসহ সাবির্কভাবে মোট ৬০ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ৪০ ও ৩৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে ২য় ও ৩য় স্থান লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিকেল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাবির সুইমিং পুলে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন