‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শুরু ১৬ সেপ্টেম্বর

  13-09-2018 05:17AM

পিএনএস ডেস্ক :১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। আর চলতি মাসের শেষ সপ্তাহে বিজয়ীকে পাঠানো হবে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে। পরপর দ্বিতীয়বার এটি আয়োজন করতে যাচ্ছে অন্তর শোবিজ।

অন্তর শোবিজ সূত্রে জানা যায়, এবারের আয়োজন ১৬ থেকে ২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে চাইছে তারা। কেননা সেপ্টেম্বরের মধ্যেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাম পাঠাতে হয়।

উল্লেখ্য, গত বছর ‘মিস ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। মূল আসরে সেরা চল্লিশ পর্যন্ত পৌঁছান তিনি। ওই আসরে বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় তোলেন ভারতের হরিয়ানার মেয়ে মানুষী চিল্লার।

এরআগে, আনিকা তাহের (১৯৯৪), তাবাসসুম ফেরদৌস শাওন (২০০১), ইয়াসমিন বিলকিস সাথী (১৯৯৫), রেহনুমা দিলরুবা চিত্রা (১৯৯৬), শায়লা সিমি (১৯৯৮), তানিয়া রহমান তন্বী (১৯৯৯) ও সোনিয়া গাজী (২০০০) মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশর প্রতিনিধিত্ব করেছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন