ঢাকায় মোনালির কনসার্ট ৩০শে মার্চ

  19-03-2016 06:31AM

পিএনএস: গত কয়েক বছর ধরেই ভারতীয় শিল্পীদের কনসার্টের যেন হিড়িক শুরু হয়েছে আমাদের দেশে। এসব কনসার্টে ভারতীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরা পারফর্ম করলেও তাদের যথাযথ মর্যাদা না দেয়ার অভিযোগ উঠেছে ইভেন্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে। কারণ পোস্টার, ব্যানারসহ প্রচারণায় তেমন একটা গুরুত্ব পান না দেশীয় শিল্পীরা। এ নিয়ে দেশীয় শিল্পীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলেও এর সুরাহা হচ্ছে না কিছুতেই। এরকম একটি সময়েই আবার ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। ৩০শে মার্চ ঢাকায় মঞ্চ মাতাবেন তিনি। সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য গাইবেন তিনি। এ কনসার্টে আরও অংশ নেবেন বাংলাদেশের রাফা ও ব্যান্ড আর্টসেল। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এই কনসার্ট হবে। এটি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানের আয়োজনের সমন্বয় করছে পেজ থ্রি। এরই মধ্যে তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রয় চলছে। সংগৃৃহীত অর্থ সুবিধাবঞ্চিতদের জন্য ব্যয় করা হবে। পশ্চিমবঙ্গের মেয়ে মোনালি ঠাকুর ২০০৬ সালে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর বলিউডের সিনেমায় তার গাওয়া অনেক গান জনপ্রিয়তা পায়।


পিএনএস/বাকীবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন