চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন নওয়াজ শরিফ

  18-11-2019 09:39AM


পিএনএস ডেস্ক: চিকিৎসার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন। নওয়াজ শরিফের দল পিএমএল-এন এক বিবৃতিতে জানিয়েছে। কোনো শর্ত ছাড়াই এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে তার নাম বাদ দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, মঙ্গলবার সকালে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে নওয়াজ শরিফকে নেওয়ার জন্য। তিনি বলেন, চিকিৎসকরা আলোচনা করে জানিয়েছেন, নওয়াজ শরিফ ভ্রমণ করার জন্য সক্ষম আছেন। এর আগে শনিবার লাহোর হাইকোর্ট নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডন যেতে অনুমতি দেয়। চার সপ্তাহ সেখানে থাকতে পারবেন তিনি। তবে মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে সময় বাড়ানো যাবে।

উল্লেখ্য, সম্প্রতি দেশটির সরকার জানায়, নওয়াজ শরিফকে বিদেশ যেতে হলে সাত থেকে সাড়ে সাত বিলিয়ন ডলারের ইনডেমনিটি বন্ড দিতে হবে। তবে লাহোর হাইকোর্ট সেই শর্ত বাদ দেওয়ার নির্দেশ দিয়ে বলেছে, শর্ত ছাড়াই নওয়াজকে বিদেশে যেতে দিতে হবে। আর দেশটির সরকার গতকাল জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মন্ত্রিপরিষদের আকাঙ্খারই প্রতিফলন। সূত্র: ডন

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন