অবিশ্বাস্য হলেও সত্য, কুমিরের সঙ্গে সাঁতার! (ভিডিও)

  02-03-2018 02:22AM

পিএনএস ডেস্ক:অস্ট্রেলিয়ার ডারউইনে ক্রোকোসরাস কোভ নামের পার্কটি উন্মুক্ত করা হয় ২০০৮ সালে। যেখানে রয়েছে কুমিরের পাশাপাশি সময় কাটানোর সুযোগ। এই পার্কে আছে ২০০ এর ওপরে কুমির, যার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় লোনা পানির কুমিরের কয়েকটা রয়েছে।

কেজ অফ ডেথ নামের একটি খাঁচায় প্রায় ২০-৩০ মিনিটের জন্যে একবারে ১/২ জন দর্শনার্থীকে রাখা হয়। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দিয়ে কুমিরকে খাবার দেয়া হয় দর্শনার্থীর পাশে এনে।


স্বচ্ছ খাঁচার মধ্যে দিয়ে নিজের ঠিক পাশেই দানবাকার কুমিরের অস্তিত্ব জানা ও স্বচক্ষে দেখার অনুভূতি সত্যিই বর্ণনাতীত। সে এক অন্যরকম রোমাঞ্চকর পরিস্থিতি। তবে অসম্ভব ভয় ও ভীতিকে উপেক্ষা করেই অনেকে লাফিয়ে পরছেন বিশালাকার কুমিরের সঙ্গে। একজনের জন্যে টিকেটের মূল্য বাংলাদেশি টাকায় ১১ হাজার প্রায়, আর দুইজন হলে টিকেট প্রায় ১৭ হাজার টাকা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন