পাখির মাংস খাওয়ার লোভে ৩৬ শকুন হত্যা!

  25-03-2018 02:31PM

পিএনএস ডেস্ক:ভারতের আসামে ৩৬টি শকুনের মৃতদেহ পাওয়া গেছে। গত শনিবার আসামের শিবসাগর জেলায় এ ঘটনা ঘটেছে। বনকর্মীরা ৭টি শকুনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় বাসিন্দারা মাঠে শকুনের মৃতদেহ দেখতে পান। তারাই বনদপ্তরে খবর দেন।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি পাখির মাংস খাওয়ার জন্যই এই পরিকল্পনা করেছে। খোলা মাঠে একটি মৃত ছাগলকে ফেলে রাখা হয়েছিল। ছাগলটিকে বিষ দিয়ে মারা হয়েছিল। মৃত ছাগলটিকে খেতে এসেই শকুনদের এই হাল হয়েছে বলে তাদের অভিযোগ।

স্থানীয়রা অভিযোগ করেন, শিবসাগর জেলার বনকর্মীরা শকুনদের বাঁচানোর জন্য কোনোধরনের পরিকল্পনাই করেননি। গতমাসেও এরকম ঘটনা ঘটেছিল। পাখির মাংস খাওয়ার জন্য কিছু অসাধু লোক এভাবেই পাখি শিকার করেছিলেন।

সূত্র: জি-নিউজ

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন