ছাত্রলীগকে ফেসবুক ব্যবহারের পরামর্শ দিলেন মোস্তাফা জব্বার

  10-08-2018 10:46AM

পিএনএস ডেস্ক : রাজনীতির অংশ হিসেবে ছাত্রলীগ নেতা কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার রাতে ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি বলেন,

‘আমার বন্ধু তালিকায় এখন অনেক তরুণ তরুণী আছো যারা রাজনীতি সচেতন। ছাত্রলীগের অনেক নেতা-কর্মী রয়েছো আমার সাথে। আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এক সময়ে আমরা কেবল রাজপথ-মাঠে ময়দানে ছাত্রলীগের রাজনীতি করতাম। সেই কাজটি এখনও অব্যাহত রয়েছে।

তবে তোমরা এখন নিশ্চয়ই অনুভব করেছো যে ফেসবুকের মতো সামাজিক মাধ্যম এখন রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে। তাই এখন রাজনীতির অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও তোমরা ব্যবহার কর।

ফেসবুকে তোমরা রাজনৈতিক আক্রমনের শিকার হলে সেটি মোকাবেলা করবে। অন্যদিকে তোমার নিজের নীতি ও আদর্শ ফেসবুকে তুলে ধরবে। জয় বাংলা।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন