পল্লীবন্ধুর সব কাজ দেশ ও মানুষের কল্যাণে ছিল: জিএম কাদের

  17-07-2019 09:25PM

পিএনএস ডেস্ক : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাংলাদেশের সব ধর্ম ও জাতির মানুষের কল্যাণে অবদান রেখেছিলেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলো পল্লীবন্ধুর সকল কর্মকাণ্ড।

‘তাই হুসেইন মুহম্মদ এরশাদের ৪টি জানাজায় তিল ধারণের ঠাঁই ছিলো না। লাখো মানুষ তার জানাজায় অংশ নিয়ে প্রমাণ করেছে পল্লীবন্ধুর প্রতি তাদের ভালোবাসা।’

বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানিতে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, প্রতি মুহূর্তে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিএম কাদের।

এরশাদের জন্য দোয়া করার জন্য দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, রাজনীতিতে মত ও পথের অমিল ছিল। কিন্তু আমি হুসেইন মুহম্মদ এরশাদকে শ্রদ্ধা করতাম। তিনি আমাকে অনেক স্নেহ করতেন।

কুলখানিতে উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম রহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবুল, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাড. শেখ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, হাবিবুর রহমান, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, আলহাজ্ব আতিকুর রহমান আতিক, নাসরিন জাহান রতনা এমপি, মেজর মো. খালেদ আখতার (অব.), লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, মো. মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত, কাজী মামুনুর রশীদ, জাফর ইকবাল সিদ্দিকী, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, এমরান হোসেন মিয়া, সংসদ সদস্য রওশন আরা মান্নান, আদেলুর রহমান, রাহাগির আল মাহি (সাদ এরশাদ) ও এরিক এরশাদ।

বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এমপি, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, সাবেক পানিসম্পদ মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নাসিম উদ্দিন আল আজাদ, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডা. নাজিম উদ্দিন, জেপি সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যমকে ব্রিফ করবেন গোলাম মোহাম্মদ কাদের।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন