গাইবান্ধায় জেল হত্যা দিবস উপলক্ষে সমাবেশ

  03-11-2019 07:02PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, ক্ষমতা লিপ্সু জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালী জাতির নেতৃত্ব শূন্য করতে ৪২ বছর আগে ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ৩রা নভেম্বর জাতীয় ৪ নেতাকে নৃসংশভাবে হত্যা করে। তিনি বলেন, বাংলাদেশের কাংখিত উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আত্মনিয়োগ করেছেন তখনই স্বাধীনতা বিরোধীরা দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে এই কলংকজনক হত্যাকান্ড চালায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতা ও যুদ্ধা অপরাধীদের বিচার হয়েছে, তেমনি বঙ্গবন্ধুর খুনি ও জেল হত্যাকারিদের বিচার সম্পন্নের মাধ্যমে জাতি কলংকমুক্ত হবে। যেসব হত্যাকারি বিদেশে পালিয়েছে তাদের দেশে ফিরে নিয়ে এসে বিচারের আওতায় আনা হবে।

তিনি রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জাতীয় ৪ নেতার স্মরণে জেল হত্যা দিবস উপলক্ষে এক সমাবেশে এ কথা বলেন। সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, জেলা পরিষদের সদস্য মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন সহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন