বিশ্বকাপের দর্শক এক মিলিয়ন ছাড়ালো

  22-06-2018 05:23PM

পিএনএস ডেস্ক : ফুটবলের সবচেয়ে বড় আসর চলছে রাশিয়ায়। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’র উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। বিশ্বের তারকা খেলোয়াড়দের চমক দেখতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের চলতি আসরে এরইমধ্যে ২৩টি ম্যাচ শেষ হয়েছে। ফিফা বলছে, ২১তম ম্যাচ পর্যন্ত এক মিলিয়ন দর্শক ফিফা ওয়ার্ল্ডকাপ দেখেছে।

ফুটবলের সবোর্চ্চ সংস্থা ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার ম্যাচে ১-১ গোলো ড্র হয়। সেদিনই বিশ্বকাপের দর্শক এক মিলিয়ন ছাড়িয়েছে।

ফিফা বলছে, ২০ জুন পর্যন্ত বিশ্বকাপের ২.৬ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। ১৫ জুলাই পর্যন্ত সব খেলার জন্য বিশ্বব্যাপী এসব টিকিট বিক্রি হয়েছে। এখন পর্যন্ত গড়ে ৯৭ ভাগ আসন ব্যবহার হয়েছে বিভিন্ন স্টেডিয়ামে। এছাড়া ৭০ হাজারেরও বেশি টিকিট পুনরায় বিক্রি হয়েছে।

বিশ্বকাপের এ আসরে ইয়েকাতেরিনবার্গ স্টেডিয়ামে শুধুমাত্র উরুগুয়ে ও মিশরের ম্যাচে অনেকগুলো আসন শূন্য ছিল। ওই ম্যাচে ৬ হাজার টিকিট অবিক্রিত ছিল। অবশ্য এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন