পৃথিবীর উপর আজ রাতেই আছড়ে পড়ছে গ্রহাণু!

  28-12-2017 06:17PM

পিএনএস ডেস্ক : পৃথিবীর দিকে প্রবল বেগে এগিয়ে আসছে গ্রহাণু৷ আজ, বৃহস্পতিবার রাতেই পৃথিবীর উপরে আছড়ে পড়তে চলেছে৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে আজই৷ ঘন্টায় ৩৪হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এই গ্রহাণুটি৷ বিজ্ঞানীরা এমনটাই জানাচ্ছেন৷

এই বিশেষ গ্রহাণুটির নাম ২০১৭ YZ4৷ বড়দিনের দিন এটি প্রথম পৃথিবীর খুব কাছে আসে৷ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ২লক্ষ ২৪হাজার কিলোমিটার৷ সেই একই দূরত্বে চলে এসেছিল গ্রহাণুটিও৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিশেষ গ্রহাণুটি ১৫মিটার চওড়া৷ আজ রাত ৯.৫৬ মিনিটে এটি পৃথিবীর সবথেকে কাছে আসবে এটি৷

নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি পৃথিবীর পক্ষে বেশ বিপজ্জনক হতে পারে৷ যদি এটি নির্ধারিত দূরত্ব পেরিয়ে আরও কাছে এসে যায় পৃথিবীর৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, যদি পৃথিবী এবং গ্রহাণুটির মধ্যেকার দূরত্ব ৭লক্ষ ৪০হাজার ৩০০কিলোমিটারের কাছাকাছি চলে আসে তাহলে তা যে কোনও মুহূর্তে পৃথিবীর উপরে আঘাত আনতে পারে৷

আরিজনাতে মাউন্ট লেমন সার্ভে পরীক্ষা কেন্দ্রে প্রথম ধরা পরে এই গ্রহাণুর ছবি৷ এই নিয়ে ৫২তম বার এটি পৃথিবীর এত কাছে আসতে চলেছে৷ পৃথিবীর আশেপাশে মোট ১৭হাজার ৩৮৯টি গ্রহাণু ঘোরাফেরা করছে বলে জানাচ্ছেন নাসার বিজ্ঞানীরা৷ এই বছর মাত্র ১৯৮৫টি নয়া গ্রহাণুর আবিষ্কার করতে পেরেছেন বিজ্ঞানীরা৷

গত বছর ১৮৮৮টি গ্রহাণু এবং ২০১৫সালে ১৫৭১টি গ্রহাণুর আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা৷ পৃথিবী থেকে ৬মিলিয়ন মাইল দূরত্বের মধ্যে কোনও গ্রহাণু থাকলেই তা পৃথিবীর কাছের গ্রহাণু হিসেবে ধরা হয়৷ যদি এই গ্রহাণু গুলির গতিবিধির মধ্যে আচমকা কোনও পরিবর্তন ঘটে তাহলে সেগুলি যেকোনও মুহূর্তে ভারতের উপর আঘাত আনতে পারে৷ কলকাতা টুয়েন্টিফোর।

পিএনএস/জে এ/মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন