হোয়াটস্ অ্যাপ ব্যবহার করলে অবশ্যই পড়ুন

  11-06-2018 07:32PM

পিএনএস ডেস্ক : এবার ভয়েস ম্যাসেজ শুনতে পারবেন ‘ইয়ারফোন’ ছাড়াই৷ গত কয়েক মাসে হোয়াটস্ অ্যাপ এনেছে একাধিক নতুন ফিচারস্৷ যার মধ্যে হোয়াটস্ অ্যাপ পেমেন্টস্ অন্যতম৷ সেইভাবেই সংস্থা নিয়ে এল আরও এক নতুন ফিচার৷ যেখানে ভয়েস ক্লিপ শোনা যাবে বিনা ইয়ারফোনে৷ অনেক সময়ই লোক সমাজে অস্বস্তির কারণ হয়ে ওঠে এই ‘ভয়েস ম্যাসেজগুলি’৷ তবে, এবার মিলবে স্থায়ি সমাধান৷

ইয়ারফোন ছাড়া কীভাবে শুনবেন হোয়াটস্ অ্যাপ ভয়েস ক্লিপগুলি-

সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, যখনই কোন ভয়েস ম্যাসেজ শুনবেন ফোনটি কানের কাছে নিয়ে ক্লিপটি প্লে করুন৷ যেখানে অডিওটি চলবে স্মার্টফোনের ইয়ারপিসের মাধ্যমে৷ ফলে, স্পিকারের প্রয়োজন পড়বে না৷ তাই, ম্যাসেজটি জোরে শোনা যাবে না৷

অডিও ফাইলকে ব্যবহার করে জ্ঞাপন প্রক্রিয়াকে সহজ করার জন্য হোয়াটস্ অ্যাপ এনেছে নয়া ফিচারটিকে৷ ফরোয়ার্ড করা ম্যাসেজ এবং টাইপ করা ম্যাসেজ চিনতে সাহায্য করবে এমন একটি ফিচার ইতিমধ্যেই এনেছে সংস্থা৷ ম্যাসেজিং অ্যাপটি বেটা ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অন্য একটি প্রয়োজনীয় ফিচার৷ কোন ম্যাসেজকে সিলেক্ট করার পর ‘ফরোয়ার্ড’ বাটনটি ব্যবহার করে পাঠালে তবেই, ফিচারটি কাজ করবে৷

এছাড়াও, রয়েছে মিডিয়া ভিসিবিলিটি ফিচার৷ যেখানে ইউজার হোয়াটস্ অ্যাপ সেটিংসকে মডিফাই করতে পারবেন৷ মিডিয়া ভিসিবিলিটি অপশনটিকে অ্যাক্টিভ করলে ইউজার দেখতে পাবেন সমস্ত ডাউনলোড করা মিডিয়াকে৷

আবার, যখন অপশনটিকে ইন-অ্যাক্টিভ করবেন তখন হাইড হয়ে যাবে সমস্ত ডাউনলোড করা মিডিয়া৷ ইন-অ্যাক্টিভ করার পর ফাইলগুলিকে দেখা যাবে না গ্যালারিতে কারণ, সেগুলি থাকবে অ্যাপের মধ্যে৷

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন