জার্মানিতে আইফোন ৭ ও ৮ বিক্রি বন্ধ

  05-01-2019 05:19PM

পিএনএস ডেস্ক : কোয়ালকমের সঙ্গে পেটেন্ট মামলায় হেরে গেছে অ্যাপল। এতে আইফোন ৭ এবং আইফোন ৮ জার্মান ওয়েবসাইট ও স্টোরে বিক্রি বন্ধ করা হয়েছে।

সম্প্রতি কোয়ালকমের সঙ্গে পেটেন্ট মামলায় অ্যাপলের বিরুদ্ধে রায় দিয়েছে ডিসট্রিক্ট কোর্ট অফ মিউনিখ।

ওই মামলার রায়ে বলা হয়েছে, আইফোন ৭ ও আইফোন ৮ স্মার্টফোনের ‘পাওয়ার সেভিংস’ নিয়ে কোয়ালকমের পেটেন্ট ভেঙ্গেছে।

প্রযুক্তি সাইট ভার্জের খবরে বলা হয়েছে, কোয়ালকমকে বাধ্য করার আগেই সিকিউরিটি বন্ডের মাধ্যমে অ্যাপলকে ১৩৪ কোটি মার্কিন ডলার দিতে বলেছিল আদালত। বর্তমানে ওই আদেশে নিয়েই আদালতে শুনানি চলছে।

গত বছরের ডিসেম্বরে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতার মাধ্যমে জার্মানির ৪৩০০টি স্থানে সব মডেলের আইফোন বিক্রি চালিয়ে যাওয়া হবে,’ যদিও আপিলের কারণে অ্যাপল স্টোরে আইফোন ৭ ও ৮ বিক্রিতে নিষেধাজ্ঞা আপাতত থাকছে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন