৬৮০০ বছর পর দেখা যাবে ধূমকেতু!

  08-09-2020 11:22PM

পিএনএস ডেস্ক : ৬৮০০ বছর পর দেখা যাবে ধূমকেতু নিওওয়াইজ। সূর্য ডোবার পর পর উত্তর-পশ্চিম আকাশে চোখ রাখছেন নিওওয়াইজ নামের ধূমকেতুটি দেখা যাওয়ার কথা আগামী আগামী ২৩ জুলাই। সে সময় এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নিয়ার - আর্থ অবজেক্ট ওয়াইড-ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার মিশন গত ২৭ মার্চ এ ধূমকেতুর দেখা পায়। সে কারণে সংক্ষেপে একে বলা হচ্ছে নিওওয়াইজ, যদিও বিজ্ঞানীরা একে চেনেন সি/২০২০ এফ৩ নামে।

নাসা বলছে, সামনের কিছু দিন সূর্যাস্তের পর পর উত্তর-পশ্চিম আকাশে এই ধূমকেতূ আরো স্পষ্ট হতে থাকবে। পৃথিবী থেকে দেখলে অন্য ধূমকেতুর মতই নিওওয়াইজকে মনে হবে একটি পুচ্ছধারী নক্ষত্রের মত।

এমনিতে মেঘমুক্ত আকাশে খালি চোখেই নিওওয়াইজকে দেখা যাওয়ার কথা। তবে আরও ভালোভাবে এর রূপ বুঝতে চাইলে টেলিস্কোপ বা দূরবিনের শরণ নিতে বলছে নাসা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন