সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের নিহতদের বাড়ীতে কান্নার রোল

  20-08-2018 05:34PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের বাসিন্দা কাতার প্রবাসী সবুজকে আনতে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্যসহ ৬জন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে ফেনীর মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পরিবারের আরো ৭জন গুরুত্বর আহত হয়ে ফেনী এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে একই পরিবারের ৫জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলা সদরের মটবী গ্রামের প্রবাসী সবুজের ২ শিশু পুত্র নাহিদুল ইসলাম শুভ (৭) ও মাইদুল ইসলাম নোমান (২), শাশুড়ী জাহানারা বেগম (৫৫), ভায়রার মেয়ে পপি আক্তার (১৫), বোন রুনা আক্তার (৩৫) এবং মাইক্রোবাসের চালক চন্দ্রগঞ্জ রামকৃষ্ণপুর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে আব্বাছ মিয়া (৪০)। নিহতদের মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত করেছেন নিহত জাহানারা বেগমের ভাই শাহাবুদ্দিন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর পর কাতার ফেরত প্রবাসী সবুজকে আনতে লক্ষ্মীপুর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে পরিবারের সদস্যরা। রোববার রাত ১২টার দিকে পরিবারের ১৩ সদস্যকে নিয়ে মাইক্রোবাসটি চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ২টা ৪০ মিনিটের দিকে মাইক্রোবাসটি ফেনীর মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে গরু বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটানস্থলেই ৬জনের মৃত্যু হয়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আহত আরো ৭জনকে ফেনী ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ফেনী মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ মো. মাহবুব আলম মুঠোফোনে জানান, রাতে মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের ৫০ গজ দক্ষিণে ইউটার্ণ মোড়ে চট্টগ্রাম থেকে আগত একটি গরু বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থল থেকে দুই শিশু, তিন নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আরো ৭জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন