ডিমলায় আনন্দ শোভাযাত্রায় শারদীয় দূর্গা মন্ডব পরিদর্শনে সমাজসেবক মোজাফ্ফর হোসেন

  17-10-2018 09:07PM

পিএনএস, নীলফামারী ডিমলা প্রতিনিধি : “ধর্ম যার যার উৎসব সবার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের প্রতিটি দূর্গা মন্ডবে ১৭ অক্টোবর সন্ধায় পেট্রোল পাম্প থেকে মটরবাইকের এক বিশাল আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব শ্রী শ্রী শারদীয় দূর্গা মন্ডব পরিদর্শন করলেন অত্র ইউনিয়নের সমাজসেবক মোজাফ্ফর হোসেন প্রথমে ঝুনাগাছ চাপানী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির, উত্তর সোনাখুলী দীনবন্ধু পাড়া সার্বজনীন দূর্গামন্দির, উত্তর সোনাখুলী আশ্রয়ন কেন্দ্র সার্বজনীন দূর্গা মন্দির, দুদিয়া পাড়া (কালিরথান) সার্বজনীন দূর্গা মন্দির, কাকড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দির।

এসময় তিনি প্রতিটি মন্ডবে সভাপতি, সেক্রেটারী, পুরোহিত ও পূর্জা উৎযাপন কমিটির সকল সদস্যদের মাঝে কূশল বিনিময় করেন এবং নিজ উদ্দ্যোগে নগদ অর্থ প্রধান করেন । মটরবাইক শোভাযাত্রায় সঙ্গে ছিলেন মিলন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন , দুদিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈয়ব আলী, সমাজসেবক খয়রাত হোসেন, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক রাশেদ, ছাত্রলীগ আহবায়ক লায়ন ইসলাম, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান , সমাজসেবক সোহাগ, ফেরদৌস , আলম প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন