ডিমলায় সোলার প্যানেল নিয়ে উন্মুক্ত আলোচনা সভা

  23-10-2019 06:59PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নবাবী শাসন আমলের জমি ক্রয় সূত্রে মালিক হয়ে, মালিক দ্বয় রহিমা আফরোজ (নরওয়ে) কম্পানীর নিকট হস্তান্তর করেন। কম্পানী উক্ত জমিতে সোলার প্যানেল কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলে নবাবী আমলের চাষাবাদকারী প্রজাগণ কম্পানীর নিকট তাদের অধিকারের জোড়ালো দাবি তুলে ধরে উন্মুক্ত আলোচনা ও মানববন্ধন করেন।

২৩ অক্টোবর সকাল ১০টায় নীলফামারী ডিমলা উপজেলা ৭নং খালিশা চাপানী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বাসীর আয়োজনে মুনাহারা মধ্যচর বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজ সেবক হাসানুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ রমজান আলী।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক তামজিদার রহমান তামজিদ।

এছাড়াও অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাইশপুকুর ১নং সপ্রাবি প্রধান শিক্ষক অহিদুল ইসরাম, রবিউল ইসলাম শুকারু, আঃ কাদের, হামিদুর রহমান, আজিজার রহমান, চাষাবাদকারীদরে মধ্যে হতে সফিয়ার রহমান, আফতাব আলী, শহিদুল ইসলাম প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক ছকমল হোসেন।

উল্লেখ্য যে, সভাপতির আলোচনা শেষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন