গ্রামবিকাশ কেন্দ্রের দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির যুব সমাবেশ

  19-11-2019 04:03PM

পিএনএস, নীলফামারী প্রতিনিধি : উত্তর পশ্চিমাঞ্চলে বসবাসরত দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির যুবদের সাথে মূলধারার সাথে আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়এ র লক্ষ্যে গ্রামবিকাশ কেন্দ্র এর আয়োজনে সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ দিনাজপুর বড় মাঠ সংলগ্ন স্টেশন ক্লাব হলরুমে এক যুব সমাবেশের আয়োজন করা হয়েছে।

উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর এ উপ পরিচালক জনাব মোঃমাহফুজার রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর, দিনাজপুর এর উপ পরিচালক (চঃ দাঃ) মোঃ মোর্শেদ আলী খান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফুলবাড়ী, দিনাজপুর জনাব রিতা মন্ডল। গ্রাম বিকাশ কেন্দ্র বাস্তবায়িতআলোপ্রকল্পের আওতাভুক্ত ২১টি যুব সংগঠনের প্রায় ১৫০ জন যুবা এই সমাবেশে অংশগ্রহণ করেন এবং তাদের সফলতার গল্প উপস্থিত সকলের উদ্দেশ্যে উপস্থাপন করেন। দুই পর্বে সাজানো দিনব্যাপী এই সমাবেশের প্রথম পর্বে ছিল অংশগ্রহণকারী যুবাদের সফলতা ও সম্ভাবনার গল্প, সফল যুব উদ্যোক্তাদের সাফল্য গাঁথা এবং অতিথিদের অনুপ্রেরনাদায়ক বক্তব্য এবং দ্বিতীয় পর্বে ছিল দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির যুবাদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০:৩০ মিনিটে প্রধান অতিথি সহ সকল অতিথি বৃন্দ এবং অংশগ্রহণকারী দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির যুবাদের কে সাথে নিয়ে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানে সূচনা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “গ্রামবিকাশ কেন্দ্র যে উদ্যোগ গ্রহন করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি বলব আলো কর্ম এলাকার ২১টি যুব সংগঠন যেন অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করে আর এ ব্যাপারে যুব উন্নয়ন অধিদপ্তর সকল ধরণের সহযোগিতা করবে।”বিশেষ অতিথি গণযুবাদের উন্নয়ন রুপকল্প ২০৪১ বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করে আত্ম বিশ^াসের সাথে এবং সততার সাথে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার জন্য পরামর্শ প্রদান করেন এবং যুব বান্ধব সরকারি সেবা সমূহের উপস্থাপন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন গ্রামবিকাশ কেন্দ্র এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সারা মারান্ডী। এছাড়াও জিবিকে আলো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক, মোঃ নূরে আলম সিদ্দিকী; পিও-অ্যাডভোকেসী, মোঃফিরোজ আহমেদ; টেকনিক্যাল অফিসার (এমই এন্ড ডি), দীপঙ্কর বসাক এবং উপজেলা ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন