ফুলের শ্রদ্ধা শহীদ বীর সেনাদের

  16-12-2019 06:26PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সোমবার সুপ্রভাতে ২১বার তপোধবনির মধ্যে দিয়ে দিবসটির সুচনা করা।

এছাড়া শহীদ মিনারে শহীদ বীর সেনাদের ফুলের শ্রদ্ধা প্রদান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, র‌্যালী, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, দোয়া মাহফিল, তবারক বিতরণ, পুরস্কার বিতরন, বিজয় সংগীত পরিবেশন। দিবসটি পালনে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান ভিন্ন কর্মসুচি গ্রহন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে সুপ্রভাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১বার তপোধবনির মধ্যে দিবসটির সুচনা শুরু করা হয়। এরপর সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশন অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে ছালাম গ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী ও অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান। অপরদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, জাতীয় পাটি ও তার অঙ্গসংগঠন, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিকে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে উত্তর সীচা স্বতন্্র ইবতেদায়ী মাদ্রাসা, দক্ষিন সমস ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, উত্তর সমস চাকলাদার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, উত্তর ধর্মপুর ছড়ার কুটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, নতুন দুলাল ভরট উচ্চ বিদ্যালয়, নতুন দুলাল ভরট সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ছাপড়হাটি হাউদারভিটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, ইলিয়াস খান দাখিল মাদ্রাসা, দক্ষিন শ্রীপুর কুরুয়ারবাদা ইসলামিয়া মাদ্রাসা, মালভাঙ্গা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধুবনী কঞ্চিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন সরকারী বে-সরকারী , শায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।

বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ এর নেতৃত্বে একটি র‌্যালী বেলকা ইউনিয়নের পল্লী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন