১০ কোটি টাকার ‘অবৈধ শাড়ি’সহ আটক ১৫

  20-02-2020 09:49PM

পিএনএস ডেস্ক : ভোলার চর কুকরি-মুকরি এলাকায় ভারতীয় একটি ট্রলার বোঝাই ২৬ হাজার অবৈধ শাড়ি জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চার ভারতীয় নাগরিকসহ মোট ১৫ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত শাড়ির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার বিকেলে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবতে ছিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত রোববার রাতে ভারত থেকে অবৈধভাবে শাড়ি বোঝাই একটি ট্রলার উপজেলার সোনার চর আসে। পরে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাড়িসহ ১৫ জনকে আটক করে। জব্দ করা শাড়ি ও আটক ব্যক্তিদের চরফ্যাশন দক্ষিণ আইচা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, রমেশ দাস (৫০), পরান দাস (৩৫), সুভাস মণ্ডল (৫৫), লক্ষণ মায়তি (৪০), উত্তম কুমার দাস (৩৫), রবিন কুমার দাস (৩০), কালাচাঁদ সিং (৩৫), মৃণাল চন্দ্র দাস (৫০), মো. মিজান (৪০), মো. জসিম উদ্দিন (২২), মাহমুদুল হাসান (২৫), সনজিত মালো (৫০), মো. হানিফ (৩২), মো. আবু বকর (২২) ও সোবহান মৃধা (৩০)।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন