শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে ৩ কিশোর নিহত

  13-08-2020 09:38PM

পিএনএস ডেস্ক : যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে।

যশোর কোতয়ালি থানার এসআই সেকেন্দার আবু জাফর জানান, নিহতরা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছোলিবপুর পূর্বপাড়ার নান্নু পরামানিকের ছেলে ধর্ষণ মামলায় আটক নাইম হাসান (১৭), খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা দক্ষিণপাড়ার রোকা মিয়ার ছেলে হত্যা মামলায় আটক পারভেজ হাসান (১৮) ও বগুড়া শেরপুর থানার মহিপুর গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল (১৭)।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি মরদেহ আসে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে। সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নাইম হাসান, সাড়ে ৭টায় পারভেজ হাসান এবং রাত ৮টায় আসে রাসেলের মরদেহ।

এ চিকিৎসক জানান, একজনের মাথায় ভারি বস্তু দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। অন্যদের শরীরের কোনো আঘাত এখন পর্যন্ত শনাক্ত হয়নি।

যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের আধিপত্যকে কেন্দ্র করে দুপুর ২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

শিশু উন্নয়ন কেন্দ্রের প্রমোশন অফিসার মুশফিক আহমেদ জানিয়ছেন, দুপুরে দুই পক্ষ রড ও লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নয়জন আহত হয়। তাদের চিকিৎসা দেওয়ার সময় তিনজনের অবস্থার অবনতি হয়। পরে তাদের যশোর জেনালের হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন