আজ চোরেরা একত্র হয়েছে, চোরের সমিতি: নিক্সন চৌধুরী

  25-10-2020 03:03AM

পিএনএস ডেস্ক: ‘আজ ভূমি অফিসে যান টাকা ছাড়া কাজ হবে না। উপজেলায় যান ঘুষ ছাড়া কাজ হবে না। ১০ টাকার কাজ করতে গেলে ৫ টাকাই চোরেরা চুরি কইরা রাইখা দেয়। শুধু এই থানায় নয় সারা দেশেই আছে চোরেরা। ... আজ চোরেরা একত্র হয়েছে, চোরের সমিতি।’

ফরিদপুরের চরভদ্রাসনে এক স্মরণসভায় এবার প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে এভাবেই সরব হলেন সাংসদ মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরী।

১০ অক্টোবর চরভদ্রাসনে উপজেলা পরিষদের উপনির্বাচনের দিন ইউএনওকে ফোন করে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালাগাল এবং জেলা প্রশাসককে রাজাকার বলে আলোচনায় আসেন নিক্সন চৌধুরী।

এ ঘটনায় ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় মামলা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির করা মামলায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালাগাল ও হুমকির অভিযোগ আনা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন