পিএনএস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য আলম হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর-নবাবমোড় এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত আলম সুন্দরপুর ঝাপড়াপাড়ার আবুল হোসেনের ছেলে এবং ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুর সোয়া ১টার দিকে আলম হোসেন ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে তার গতিরোধ করে। পরে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ জানান, পূর্ব শত্রুতার জের ধরে আলমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ হত্যার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পিএনএস/শাওন
শিবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
13-04-2023 07:06PM