পিএনএস ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে জাল নাগরিক সনদ তৈরির অপরাধে এক দোকানের মালিককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন এ
অভিযান পরিচালনা করেন।
দণ্ডিত মো.তৈয়ব উদ্দিন হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁপাড়া এলাকার মেখল রোডে তৈয়ব কম্পিউটার নামে একটি দোকানের মালিক।
লুৎফর নাহার শারমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে অভিযুক্ত দোকানের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের জেল দেওয়া হয়। অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরিসহ হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে বলেও জানান তিনি।
পিএনএস/রাশেদুল আলম
জাল নাগরিক সনদ তৈরির অভিযোগে দোকান মালিককে ৩ দিনের কারাদণ্ড
13-02-2025 10:50AM
![](/static/image/upload/news/2025/02/13/d6ae89e9c52211c6d4eccedd3ce52b9e_12.png?w=550&h=350)