পিএনএস ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে চাঁদাবাজির মামলায় এনামুল হক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাজারীবাগে একজন আবাসন ব্যবসায়ীকে চাঁদার জন্য হুমকিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই অভিযোগে রাতুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হাজারীবাগ থানা–পুলিশ বলছে, ১০ জানুয়ারি সন্ধ্যায় একদল দুষ্কৃতকারী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাত থেকে আটটি মোটরসাইকেলে করে হাজারীবাগ রোডের একটি নির্মাণাধীন ভবনের বেষ্টনীর ভেতরে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে হাজারীবাগ থানা–পুলিশের একটি দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় দৃষ্কৃতকারীরা ভবনের সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করলে তারা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
পুলিশ আরও বলেছে, এর আগে ৩০ ডিসেম্বর নির্মাণকাজ বন্ধ রাখতে ভবনের মালিক গোলাম কিবরিয়া খানকে নির্দেশ দেয় সন্ত্রাসীরা। তারা ৫০ লাখ টাকা চাঁদাও দাবি করে। চাঁদা না দেওয়ায় ৫ জানুয়ারি ওই ব্যক্তির আবাসন প্রতিষ্ঠান সেবা হোল্ডিং লিমিটেডের আরেকটি ভবনের নির্মাণকাজ বন্ধ করতে শ্রমিকদের নির্দেশ দেয় তারা। এ সময় ফাঁকা গুলিও ছোড়ে তারা।
এসএস
রাজধানীর হাজারীবাগে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ১
19-01-2025 02:01AM