পিএনএস ডেস্ক : পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এপ্রিলের প্রথম ৫ দিনে ৪৫ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে এ সময় দেশে কার্যরত ১০টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আলোচ্য সময়ে ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ১টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।
রেমিটেন্স না আসা ব্যাংকগুলো হলো- রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, মেঘনা ব্যাংক ও আইসিবি ইসলামি ব্যাংক। আর বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।
পিএনএস/শাওন
এপ্রিলের ৫ দিনে রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে
09-04-2024 08:56PM