পিএনএস ডেস্ক: শর্তসাপেক্ষে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি ৭ সেপ্টেম্বরের মধ্যে আদায় না হলে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনার থেকে এমন ঘোষণা দেন তারা। সেমিনারটি চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম ৩৫ বছর (শর্তসাপেক্ষে উন্মুক্ত) করার বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন। বর্তমানে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য রয়েছে। এ বৈষম্য দূর করা আবশ্যক।
সেমিনারে উপস্থিত ছিলেন টার্নিং পয়েন্টের পরিচালক শাহিনুজ্জামান শাকিল, এবি পার্টির যুগ্ম-সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম-আহ্বায়ক লায়ন নুরুজ্জামান, ক্যারিয়ার ম্যাপের সিইও জসিম উদ্দিন, জব মেডিসিনের পরিচালক মুমিনুল ইসলাম প্রমুখ।
পিএনএস/রাশেদুল আলম
বয়সসীমা ৩৫ করার দাবি না মানলে মহাসমাবেশের হুঁশিয়ারি
03-09-2024 11:57PM