পিএনএস ডেস্ক: রাজধানীর আজিমপুরের কলোনি এলাকায় কলার খোসা ফেলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরবর্তীতে আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তাদের দেখতে আসেন।
ঘটনাস্থলে থাকা ঢাবির এক শিক্ষার্থী জানান, হাজী মুহম্মদ মুহসীন হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলাউদ্দিন কর্তৃক ড্রেনে কলার খোসা ফেলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীর সদস্যরা।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহবুব কায়সার ও প্রক্টরিয়াল মোবাইল টিমের সহযোগিতায় এ ঘটনার সমাধান হয়।
এ প্রসঙ্গে মাহবুব কায়সার বলেন, এ বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আলাপ করেছি। শিক্ষার্থীদের অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করেছি। ওদের মধ্যে যারা অপরাধী তাদের বিষয়ে কথা বলেছি।
পিএনএস/রাশেদুল আলম
আজিমপুরে কলার খোসা ফেলা নিয়ে ঢাবি শিক্ষার্থী-স্থানীয়দের হাতাহাতি
04-09-2024 03:22AM