শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার তারিখ চূড়ান্ত

  02-01-2025 03:03AM

পিএনএস ডেস্ক: ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে ২৬ জানুয়ারি। স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি। বুধবার (১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত একটি চিঠিতে সব শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

জানা গেছে, এ বছর বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সমিতির ২৩ ডিসেম্বরে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ সভার সিদ্ধান্ত মোতাবেক ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হবে। উল্লিখিত সময়সূচি অনুযায়ী প্রতিষ্ঠান থেকে জাতীয় পর্যায় পর্যন্ত (শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা/থানা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও জাতীয়) অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠান পর্যায়ে স্কুল, মাদরাসা ও কারিগরিতে ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। উপজেলা-থানা পর্যায়ে ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। উপ-অঞ্চল পর্যায়ে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ১৫ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র শবেবরাত উপলক্ষ্যে খেলা বা বন্ধ থাকবে বলে বলা হয়েছে। অঞ্চল পর্যায়ে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় পর্যায়ে ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন