পিএনএস ডেস্ক : মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে লিটন (৩৪) ও মুরাদ (৩৮) নামে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির একটি ছাপাখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, ভোর সোয়া ৪টার দিকে তারা আগুনের খবর পান। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডস্থলেই দুই বাংলাদেশির মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত দুই বাংলাদেশি ওই ছাপাখানায় কাজ করতেন। তবে কী কারণে আগুন লেগেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পিএনএস/এমবিবি
মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু
15-06-2023 10:32PM