চলতি বছর আমিরাতে ৫০ হাজার বাংলাদেশিকে সাধারণ ক্ষমা

  05-12-2024 06:07PM

পিএনএস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন ৫০ হাজার বাংলাদেশি। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ নেন তারা। এদিকে, যারা এখনও এই সুযোগ নেননি, তাদেরকে তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম।

তিনি বলেন, আমিরাত সরকার চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে। এরইমধ্যে ৫০ হাজার বাংলাদেশি এ সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন।

যারা এখনও এ সুযোগ নেননি, তাদের সুযোগ নেওয়ার আহ্বান জানান জনকূটনীতি বিভাগের মহাপরিচালক।

বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ভিসা কবে খুলবে, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমিরাত বিভিন্ন সময়ে তাদের ভিসানীতি পরিমার্জন করে থাকে। এটি সম্পূর্ণ তাদের বিষয়। জুলাইয়ের আগেই আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসানীতিতে পরিবর্তন আনে। জুলাইয়ের পর তাদের ভিসানীতি আরও কঠিন হয়েছে বলে মনে হচ্ছে।

যদিও আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভিসা নিয়ন্ত্রণ বা সংকোচনের বিষয়ে কিছু বলেনি। তবে যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে, তা আমিরাত কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হচ্ছে। তারা বিবেচনা করবে বা খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে, এমনটি জানান মোহাম্মাদ রফিকুল ইসলাম।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন