পিএনএস ডেস্ক: লেবাননে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরছেন সেখানে অবস্থানরত বাংলাদেশিরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে দেশে ফিরবেন আরও ৯৫ জন বাংলাদেশি নাগরিক।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, রাতে বৈরুত থেকে দুবাই হয়ে নবম দফায় দেশে ফিরবেন ৯৫ বাংলাদেশি নাগরিক। তারা মঙ্গলবার সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা করেছেন। আজ রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এ নিয়ে লেবানন থেকে ৫২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আর লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি।
এসএস
লেবানন থেকে রাতেই দেশে ফিরছেন আরও ৯৫ বাংলাদেশী
12-11-2024 06:58PM