পিএনএস ডেস্ক: মালয়েশিয়ার পেরাক রাজ্যে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে রাজ্যের ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে একটি জঙ্গল থেকে ওই শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
তবে, তদন্তের স্বার্থে নিহত ওই বাংলাদেশি এবং এ ঘটনায় আটক তিনজনের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজিজি মাত আরিস বলেন, নিহত ব্যক্তিকে তার সহকর্মী বন্ধুদের সঙ্গে রাত সাড়ে ৮টার সময় রাতের খাবার খেতে ও জামাতে নামাজ পড়তে দেখা গেছে।
তিনি বলেন, এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করেন। তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন বাংলাদেশিকে আটক করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা, আটক ৩
10-10-2024 11:35PM