নিজস্ব প্রতিবেদক: প্রযোজনা ভিত্তিক নৃত্য কর্মশালার আয়োজন করছে উদীচী। উদীচীর ঢাকা মহানগর সংসদ কতৃক আয়োজিত ৮ দিনব্যাপী এই নৃত্য কর্মশালা আগামী ৭ অক্টোবর শুরু হয়ে চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
জানা যায়, কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশিষ্ট ওডিসি নৃত্যগুরু বেনজির সালাম সুমি।
কর্মশালার বিষয়ে উদীচী ঢাকা মহানগর সংসদের নৃত্য সম্পাদক বেনজীর আহমেদ লিয়া জানান, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মশালার ক্লাস চলবে। লিয়া আরও জানান, নৃত্য কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য পাঠমূল্যায়ণ করে সনদ দেওয়া হবে। এছাড়া কর্মশালার নিবন্ধন ফি ১ হাজার টাকা ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।
উদীচী ঢাকা নগরের এই সম্পাদক আরও জানান, কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে একটি বিশেষ প্রযোজনার পরিকল্পনাও রয়েছে উদীচীর।
পিএনএস/এসএস
শুরু হচ্ছে উদীচীর প্রযোজনা ভিত্তিক নৃত্য কর্মশালা
24-09-2023 08:57PM