পিএনএস ডেস্ক: ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার আয় রেকর্ড করার পর এবার আসছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডাঙ্কি’। এরই মধ্যে শাহরুখের পরবর্তী সিনেমার খবর প্রকাশ্যে এসেছে, যাতে দেখা যাবে তার মেয়ে সুহানাকেও।
জানা গেছে, সুজয় ঘোষ পরিচালিত বাবা-মেয়ের অ্যাকশনে ভরপুর সেই ছবির নাম ‘কিং’। খবর হিন্দুস্তান টাইমস।
আরও জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হবে ওই সিনেমার শুটিং। এতে দুর্ধর্ষ অ্যাকশনে দেখা যাবে শাহরুখ ও তার মেয়েকে। তবে ভক্তদের কেউ কেউ ভেবেছিলেন, তারা একসঙ্গে কোনো ইমোশনাল সিনেমায় কাজ করবেন। কিন্তু শাহরুখ মন দিয়েছেন অ্যাকশনের ধারাবাহিকতায়। তাই মেয়ের সঙ্গেও তেমন ছবিই আনবেন।
বর্তমানে কিং সিনেমার প্রিপ্রোডাকশন ও স্ক্রিপ্টের শেষ পর্যায়ের কাজ চলছে। পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবিটি প্রযোজনা করবেন। তিনিই এই সিনেমার অ্যাকশন ডিজাইন এবং অ্যাকশন দৃশ্যে বিশেষ নজর রাখবেন।
পিএনএস/এমএইউ
অ্যাকশন ছবিতে একসঙ্গে বাবা-মেয়ে
07-12-2023 03:19PM