চলচ্চিত্রে নিয়মিত হতে চান সাফা

  03-03-2024 02:34AM

পিএনএস ডেস্ক: : ছোটপর্দার ভীষণ জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ভিকি জাহিদের সিরিজ ‘টিকিট’ রিলিজ হলো। ছবিটি বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। আসছে ঈদ উপলক্ষে বেশকিছু কাজ রিলিজ হচ্ছে তার। সে কাজগুলো নিয়ে তিনি ব্যস্ত।

তবে ইদানীং সাফা কবিরকে প্রায় শুনতে হচ্ছে কবে তিনি ফিল্মে আসবেন। এমন প্রশ্নে সাফার শুধু একটিই জবাব থাকে তা হলো—‘ভালো গল্প ও এর ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, তা জেনে বুঝে তবেই ফিল্মটা শুরু করা উচিত। কারণ অন্য অনেক কাজ নিয়ে হয়তো আমার ভালো-মন্দ আলোচনা-সমালোচনা খুব বেশিদিন থাকে না। কিন্তু ক্যারিয়ারে ফিল্মটা খুবই গুরুত্বপূর্ণ। ছবির ব্যবসা কেমন হবে সেটি আমার দেখার বিষয় না। কিন্তু ছবিটির গল্প ও আমার চরিত্র নিয়ে আমার দর্শকের মুগ্ধতা কুড়াতে চাই আমি।’

পুরোদস্তুর কমার্শিয়াল ফ্যান্টাসি মুভিগুলোয় কাজ করতে আগ্রহী কিনা এমন প্রশ্নে সাফা কবির বলেন, ‘আমার কোনো আপত্তি নেই। কেন আপত্তি থাকবে? আর এখন বাণিজ্যিক ঘরানার ছবির আদলও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যা শাকিব খানের প্রিয়তমা মুভিতেও আমরা দেখেছি। তাই ছবির গল্প ও নির্মাণটা আধুনিক হওয়া জরুরি।’

সিয়াম, টয়াসহ একঝাঁক ব্যাচমেটদের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করেন সাফা কবির। এমনকি সিয়াম বা শরীফুল রাজদের ছবিই হলে গিয়ে দেখতে যান বা ফেসবুকে প্রমোশন করেন। বাকিগুলোতে সাফা নীরব থাকে। এমন অভিযোগ নিয়ে সাফা কবির বলেন, ‘এটা মোটেই ঠিক না যে আমরা অন্যদের ছবি দেখি না। আসলে বিষয়টা হলো—মুভি দেখতে যাওয়া এখনকার লাইফ স্টাইলে কিন্তু অনেক বড় বিষয়। সবকিছুর বাইরে আপনাকে আলাদা সময় বের করতে হবে। তাই যে মুভি আমাকে টানবে সেটিই কিন্তু আমি দেখতে যাব। এটা ঠিক সিয়ামদের মুভি আমরা দলবেঁধে দেখতে যাই। বন্ধুদের জন্য এটুকু করাটাতো স্বাভাবিক।’

কবে নাগাদ চলচ্চিত্রে আসবেন সাফা কবির। এমন প্রশ্নে তিনি বলেন, ‘দিন তারিখ ঠিক করে বলাটা মুশকিল। শুধু এটুকু বলতে পারি, আমি চলচ্চিত্রে নিয়মিতই হতে চাই। কিন্তু তা যদি আমার পছন্দের নির্মাতাদের ছবি হয়। চলচ্চিত্র একটা বড় ক্যানভাস সেখানে নিজেকে দেখতে কে না চায় বলুন।’

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন