ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্‌যাপন করেন অভিনেতা সালমান খান

  27-12-2024 06:42PM

পিএনএস ডেস্ক: বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন বলে কথা। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর জন্মদিনের আগের রাত অর্থাৎ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত থেকেই ধুমধাম করে পালন করলেন তার এই বিশেষ দিন। ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্‌যাপন করেন অভিনেতা। প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা ভাই ও মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন। আয়াতও ২৭ ডিসেম্বর জন্ম নেয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছরের জন্মদিন পালন করলেন সালমান। বিলাসবহুল একটি গাড়িতে করে বোনের বাড়িতে পৌঁছান ভাইজান। পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট ও কালো টি শার্ট। বিগত কয়েকমাস ধরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বিষ্ণোই গ্যাংয়ের থেকে। তবে তার মাঝেও বেশ ধুমধাম করেই হল সমস্ত আয়োজন। ভাইজানের পরিবারের সদস্য ভাই আরবাজ খান ও তার স্ত্রী শুরি খান এসেছিলেন। ছিলেন ছোট ভাই সোহেল ও তার ছেলে নির্বাণ। সালমানের প্রাক্তন প্রেমিকাদের মধ্যে ছিলেন সংগীতা বিজলানি ও ইউলিয়া ভানটুর। বন্ধুদের মধ্যে প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা।

একসময় সমস্ত পাকাপাকি হয়ে যাওয়ার পরেও, সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে ভাঙে সালমানের। শোনা যায়, ধোঁকা এসেছিল তার দিক থেকেই। তবে খান পরিবারের সঙ্গে সঙ্গীতা এখনও ভীষণ ঘনিষ্ঠ। মাফও করে দিয়েছেন প্রাক্তনকে। বরাবরের মতো এবারেও তাকে দেখা গেল জন্মদিনের পার্টিতে। অভিনেতা ববি দেওল ছিলেন, দেখা মিলল রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজারও। দুই ছেলে রিয়ান এবং রাহিলের সঙ্গে পার্টিতে অংশ নেন তারা।

পার্টির এক অন্দরের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সংগীতশিল্পী সাজিদ খান। ভিডিওতে সালমান খান, ইউলিয়া ভানটুর, অর্পিতা, তার স্বামী আয়ুষ শর্মা এবং তাদের মেয়ে আয়াতকে দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে সাজিদ লিখেছেন, ‘শুভ জন্মদিন বড় ভাই এবং আমাদের ছোট্ট পরী আয়াত, তোমাদের জন্য দোয়া।’

এদিকে জন্মদিনের আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছে সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‌‘সিকান্দর’-এর প্রথম পোস্টার। ব্যাকব্রাশ চুলের সঙ্গে চাপদাড়ি। হাতে অস্ত্র। আলো-আঁধারি ঘেরা রহস্যময় এক প্রেক্ষাপট। এই ছবির জন্য অনেকটাই ওজন ঝরিয়েছেন সালমান। বেশ ছিপছিপে অবতারেই ‘সিকান্দর’ হয়ে দর্শকের সামনে হাজির হলেন পোস্টারে।

‘গজিনী’ ছবি খ্যাত দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের নির্দেশনায় এই প্রথম কাজ ভাইজানের। শুক্রবার সকাল ১১টায় সিনেমাটির টিজার প্রকাশের কথা ছিল, তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তা পেছানো হয়েছে।

সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মতো রাশমিকা মান্দানার সঙ্গে পর্দা ভাগ করবেন। ভাইজানকে সর্বশেষ ‘টাইগার ৩’ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছিলেন। যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন মানিশ শর্মা। সালমান খান শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায় ক্যামিও করেছিলেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন