‘কবিতায় প্রেম’ দিয়ে শুরু হচ্ছে তাদের বছর

  28-12-2024 05:49PM

পিএনএস ডেস্ক: ছোট পর্দার দুই প্রিয় মুখ ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল! এই দুই তারকাকে নিয়ে কথাসাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় ‘কবিতায় প্রেম’ শিরোনামের নাটক নির্মাণ করেছেন তপু খান। আর এই নাটকটি দিয়েই নতুন বছর শুরু হতে যাচ্ছে তাদের।

নির্মাতা তপু খান জানান, ‘কবিতায় প্রেম’ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে। গল্পটি একটু অন্য ধাঁচের। আমি সাধারণত রোমান্টিক স্বাদের গল্প পছন্দের ক্ষেত্রে একটু চুজি। অন্যরকম ও জীবনঘনিষ্ঠ গল্পের কাজ করতে চেয়েছি সর্বদা। এটি সেরকম একটি গল্প। আশা করছি, সবার ভালো লাগবে।

মাহতাব হোসেন বলেন, গতানুগতিক নাটকের গল্প নয় এই নাটক; নামেই সেটা বোঝা যাচ্ছে। ভিন্ন ধরনের এক গল্প বলার চেষ্টা করেছি। দর্শকের পছন্দ হবে আশা করছি।

জোভান ও কেয়াও কাজটি নিয়ে সন্তুষ্ট। তারা বলেন, গল্পটি সুন্দর। একটু সময় দিয়ে কাজটি করেছি, যেন ভালো একটি কাজ হয়। আশা করছি, দর্শক আমাদের কাজটি খুবই পছন্দ করবেন।

নির্মাতা জানান, নাটকটি আসছে ২০২৫ সালের প্রথম দিনেই একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন